মঠবাড়িয়া সমাচার ১৭ নভেম্বর ২০২০ , ৪:১৬:৫৫ প্রিন্ট সংস্করণ
সমাচার ডেস্কঃ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ পদক অর্জন করলেন পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়া নূরজাহান-হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সুযোগ্য প্রধান শিক্ষক, সঞ্জীব কুমার মজুমদার । গত ১৩ নভেম্বর পুরানো পল্টনের শেরে বাংলা রিসার্স সেন্টার কার্যালয়ের ব্যবস্থাপনায় সারাদেশের শিক্ষা ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি স্বরূপ ০৪ জন গুনী প্রধান শিক্ষকের হাতে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ পদক প্রদান করা হয়। গোল্ডেন এ্যাওয়ার্ড- গুনী প্রধান শিক্ষকের হাতে তুলে দেন শেরে বাংলা রিসার্চ সেন্টারের মহা সচিব ,আনিকা ইয়াসমীন ও সভাপতি, কাজী জামাল উদ্দীন অনারাম্বর এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক গন তাদের কর্মময় অভিজ্ঞতা আর প্রতিবন্ধকতার মাঝে ভালো কাজগুলো চালিয়ে নেয়ার পদ্ধতি সাবলীল ভাবে তুলে ধরেন। আজ ১৭ নভেম্বর সকাল ৯.৩০মিনিটের সময় লঞ্চযোগে ভান্ডারিয়ায় আসেন শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ পদক অর্জনকরী ভিটাবাড়ীয়া নূরজাহান-হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সুযোগ্য ,প্রধান শিক্ষক, সঞ্জীব কুমার মজুমদার, তাকে বরন করতে লঞ্চঘাটে আসেন বিদ্যালয়ের অভিভাবক, কমিটির সদস্য,শিক্ষক, সহ আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা পুষ্পমাল্য দিয়ে তাকে বরন করে নেন ।এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আর বলেন আপনাদের ভালবাসায় এমন অর্জন সম্ভব হয়েছে আগামীতে নারী শিক্ষার সকল প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে নিতে চেষ্টা করবো।উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।
সনজিব কুমার মজুমদার ১৯৯২জি.কে মাধ্যমিক বিদ্যালয় গালুয়া,রাজাপুর থেকে শিক্ষকতা শুরু করেন( ১৯৯২ থেকে১৯৯৪) ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৫ থেকে ১৯৯৮)।ভান্ডারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়(.১৯৯৮ থেকে ২০১৯).ভিটাবাড়ীয়া নূর জাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ( কর্মরত) জন্ম তারিখঃ২.০১.১৯৭০,বিবাহিত জীবনে দুই ছেলে,পিতাঃমৃত লক্ষ্মী নারায়ণ মজুমদার.গ্রামঃ উত্তর ভিটাবাড়ীয়া ৩ ভাই ১ বোন।