মঠবাড়িয়া সমাচার ২ জানুয়ারি ২০২১ , ১০:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি :পিরোজপুর মঠবাড়িয়ায় শনিবার সকালে ওয়ালটন এসক্লুসিভ ডিলার আর,এম ইলেকট্রনিক্স করোনা রোধে জনসচেনতায় র্যালী ও পথচারিদের মাঝে মাক্স বিতরণ করে। র্যালীটি পৌর শহরের কে,এম,লতীফ সুপার মার্কেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেেেষ কে,এম,লতীফ সুপার মার্কেটে কেক কেটে বর্ষবরণ করে। এ সময় আর,এম ইলেকট্রনিক্স এর সত্বাধিকারি খলিলুর রহমান, সমাজ সেবক খায়রুল আলম কামাল নানু, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীসহ ব্যবসায়ী ও সুধিজনরা উপস্থিত ছিলেন