মঠবাড়িয়া সমাচার ৪ এপ্রিল ২০২১ , ৬:১০:০৪ প্রিন্ট সংস্করণ
মঠবাড়িয়া ডেস্কঃ ভাণ্ডারিয়া উপজেলার জামিরতলা মহল্লার ফরাজী বাড়ীতে রোববার (৪মার্চ) সকালে পুকুরের পানিতে ডুবে আবু ফারায়বা রাহুল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । সে উপজেলা পৌর শহরের জামিরতলা মহল্লার মো. কবির ফরাজির ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে সকালে মায়ের সঙ্গে বাড়ী আঙিনায় খেলছিল শিশুটি । এক পর্যায়ে সে অন্য শিশুর সঙ্গে বাড়ীর পেছনে পুকুর পাড়ে হাস তাড়াতে গিয়ে পুকুরে পরে যায়। তার মা তাকে উঠানে খুঁজে না পেয়ে পুকুর পাড়ে ছুটে যায় এবং তাকে পুকুরে ভাসতে দেখে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে ওই পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছে।