মঠবাড়িয়া সমাচার ৮ মে ২০২১ , ৫:৪১:৩৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ গত ০৪/০৫/২০২১ ইং তারিখ মঠবাড়িয়া সমাচার ও মঠবাড়িয়া কন্ঠ সহ বিভিন্ন অনলাইন পোর্টালে মঠবাড়িয়ায় বিদেশে নেওয়ার প্রতারণা করে টাকা নিয়ে আত্মসাৎ শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জরিয়ে যাহা প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারন হোসাইন নামে যাহাকে বিদেশে নেওয়ার কথা বলে টাকা পয়সা লেনদেনের কথা বলা হয়েছে তাহা আদোও সত্য নহে।হোসাইন আমার ভাইয়ের ছেলে। হোসাইন এবং আমার সাথে এ রকম কোনো লেনদেন করা হয়নি।সামান্য কিছু বিকাশের টাকা নিয়ে হোসাইনের ভাই রুবেল এর সাথে ভুল বোঝোবুঝি হয়েছিলো।সেখানে কিছু স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার জন্য আমার ভাইয়ের স্ত্রী জাকিয়া বেগম কে দিয়ে আমার নামে ও আমার স্ত্রী কহিনুর বেগম (৫০) এর নামে একটি মিথ্যা মামলা করার চেষ্টা ও সাংবাদিক ভাইদের কে ভুল বুঝিয়ে কোনো প্রকার তদন্ত ছাড়াই মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছেন বলে আমার প্রতীয়মান হয়।
মোঃ ফারুক (৫৫)
পিতা – মৃতঃ মৌজে আলী হাং
সাং সূর্যমনি, ইউনিয়নঃ টিকিকাটা
থানাঃ মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর।