মঠবাড়িয়া সমাচার ১২ মে ২০২১ , ১২:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক গৃহ বঁধু কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয় নগর গ্রামের প্রবাসী জালাল খান এর স্ত্রীর তানিয়া বেগম (২৬) এর উপর। ঘটনা সুত্রে জানাযায় টিকিকাটা ইউনিয়নের আফজাল খান এর মেয়ে তানিয়ার সাথে জালালের ২০০৯ সালে শরিয়াত মোতাবেক বিবাহ হয় এবং তাদের পারিবারিক জীবনে দুটি সন্তান হয়। প্রয়োজনের তাগদি জালাল খান ৯ বছর পূর্বে প্রবাসে চলে যায় এদিকে তার স্ত্রী কে প্রায়ই তার শশুর শাশুড়ী নির্যাতন করতো,তারই তারাবাহিকতায় গত শনিবার তানিয়ার শশুর ইউনুস খান ও শাশুড়ী মিলে মুরগী নিয়ে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর করে এরপর তানিয়া বেগম তার বাবার বাড়িতে খবর দিলে তার মা তাকে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে বর্তমানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় আছে।