মঠবাড়িয়া সমাচার ৬ জুন ২০২১ , ১২:২৭:১৯ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সবুজ নগরের রাস্তার বেহাল অবস্থা। মনে হচ্ছে অবিভাবকহীন অবস্থায় ভুগছে এলাকাবাসী।এদের দেখার মতো যেনো কেউ নেই। মঠবাড়িয়া ডাকবাংলো হতে তেতুলতলা সড়কের পৌরসভাস্হ আজাহার খান বাড়ি ও গাজী বাড়ির মধ্যবর্তী স্হানে রাস্তায় গর্তে পরিনত হয়েছে। চলাচল করতে পারছেনা কোনো গাড়ী,অনক গাড়ী গর্তের ভিতরে পরে থাকে সাধারণ মানুষের ও জন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী বলেন নির্বাচন আসলে অমুক সমুক নেতার অভাব থাকেনা এখন কাউকে দেখিনা দিনে রাতে আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয়।গাড়ী তো যেতেই পারে না।এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী মৃধার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা অতি শীঘ্রই মেরামত করার চেষ্টা করতেছি।