মঠবাড়িয়া সমাচার ১ জুলাই ২০২১ , ৮:১০:৪১ প্রিন্ট সংস্করণ
মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ করোনা মহামারী সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে অর্থদন্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ নং ধারা মোতাবেক মাস্ক পরিধান না করায় ২ পথচারী রাজা মিয়া (২১) ৫শত ও জুয়েল (২৬)কে ২শত টাকা এবং বিধি নিষেধ অমান্য করে দোকান খোলায় দুই ব্যাবসা প্রতিষ্ঠান তুষখালী রোড বেল্লাল স্টোর ৩শত টাকা ও তুষখালী বাজারের শিরিন এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, মোট ৭ হাজার টাকা অর্থদন্ড করেন।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম ও গণমাধ্যম কর্মীগন