মঠবাড়িয়া সমাচার ২৫ অক্টোবর ২০২১ , ৫:০০:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী নিবাসী হোমিওপ্যাথী ডাঃ মোঃ আনসার উদ্দিন এর স্ত্রী ও দৈনিক প্রথম আলো পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল প্রিন্স এর মা খাইরুন্নেছা দুলি বেগম (৫৭) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ অক্টোবর বিকেল ৩.২০ মিঃ সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার প্রথম জানাজা নামাজ মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে আগামীকাল সকাল ৯ ঘটিকায় ও ২য় জানাজা নামাজ সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়ি গুলিশাখালী অনুষ্ঠিত হইবে। তিনি মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে মঠবাড়ীয়া সমাচার ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।