মঠবাড়িয়া সমাচার ১ নভেম্বর ২০২১ , ২:০৯:২৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন/কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল সদস্যদের সাথে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিভিন্ন দিক ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ও প্রশ্নের জবাব দেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক শাহজাহান সাজু এবং জার্মান রেড ক্রিসেন্টের প্রতিনিধি ফাহিম আহমদ।
অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সকল উপজেলা নির্বাহি অফিসার, পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারী সৈয়দ মোঃ শাহ আলম, নির্বাহী সদস্য এম এ রাব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার, যুব প্রধান সহ রেড ক্রিসেন্ট’র যুব সদস্যবৃন্দ।