মঠবাড়িয়া সমাচার ২ নভেম্বর ২০২১ , ৬:১৩:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্হাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আজিম উল হক, অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল, আরিফ উল হক, সরকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।