মঠবাড়িয়া সমাচার ১৭ নভেম্বর ২০২১ , ১০:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকাসহ আটক হওয়া ওই যুবক উপজেলার ধানীসাফা বাজারে ওষুধের ব্যবসা করেন। ওই বাজারের সরকারি খাস জমিতে তার একটি দোকানঘরের জন্য ভিটি রয়েছে। সম্প্রতি ওই ভিটিটি বন্দোবস্ত নেওয়ার জন্য তিনি ভূমি অফিসের দ্বারস্ত হন। এ বিষয়ে তিনি বিভিন্ন মাধ্যমে তদবির করান। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ভিটির বন্দোবস্ত পেতে উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকতকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে তার অফিসে যান এবং প্রস্তাব করেন।
এ সময় সহকারী কমিশনার ওই টাকা নেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে তিনি আবারও টাকা নিয়ে কাজটি করে দিতে অনুরোধ করেন। একপর্যায়ে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়