মঠবাড়িয়া সমাচার ২৭ নভেম্বর ২০২১ , ১:১৪:৪০ প্রিন্ট সংস্করণ
মঠবাড়ীয়া সমাচার ডেস্কঃ দিনাজপুরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সরকার, প্রশাসন, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরী করে গঠনমূলক, সৃষ্টিশীল সংবাদ পরিবেশন করতে হবে। আমাদের কন্ঠ সত্য ও আদর্শের প্রতিক হিসেবে কাজ করছে। আজ ২৭ নভেম্বর শনিবার সকালে একটি অভিজাত হোটেলে দিনাজপুর ব্যুরো অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুর ব্যুরো প্রতিনিধি জিএম হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি নির্বাহী সম্পাদক আরো বলেন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। কোন অশিক্ষিত অভদ্র লোক আমাদের কন্ঠের প্রতিনিধি হতে পারবে না। কোন অর্থের বিনিময়ে কন্ঠের প্রতিনিধি হওয়ার সুযোগ নাই।
অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালোচনায় অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিদুর রহমান, মফস্বল সম্পাদক হাফিজুর রহমান , চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলম, বিরামপুর প্রতিনিধি মোরশেদ মানিক, ঘোড়াঘাট প্রতিনিধি মোকলেছুর রহমান সওদাগর, বীরগঞ্জ প্রতিনিধি আবেদ আলী,নবাবগঞ্জ প্রতিনিধি মতিয়ার রহমান,বিরল প্রতিনিধি তাজুল ইসলামসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন ।