মঠবাড়িয়া সমাচার ২৭ নভেম্বর ২০২১ , ১১:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃপিরোজপুরের ভান্ডারিয়ায় দেড় শতাধিক হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছর ও শীত বস্ত্র বিতরণ করেছে বেসরকারি সংগঠন ভান্ডারিয়া উন্নয়ন পরিষদ। শুক্রবার বিকেলে স্থানীয় শাহাবুদ্দিন ফাযিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক এহসাম হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. ছগির হোসেন, ভান্ডারিয়া উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা মোঃ সামসুদ্দিন খান শিপলু, সভাপতি সৈয়দ মাইনুল ইসলাম মঈন, সহ সভাপতি মোঃ আল আমিন হোসেন, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান। পরে সংগঠন কর্তৃক হত দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিশেষ অবদান রাখায় সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা পুরস্কার ক্রেষ্ট দেয়া হয়। এ ছাড়াও রাতে উত্তর পৈকখালী শহীদ কাজী দেলোয়ার হোসেন স্মৃতি দু:স্থ শিশু কল্যাণ প্রতিষ্ঠানে দু:স্থ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে