মঠবাড়িয়া সমাচার ১ ডিসেম্বর ২০২১ , ১১:৪২:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রাজনৈতিক দলের নারী কমিটির সাথে অপরাজিতা নারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন।
উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক রুবী সুলতানা এর সভাপতিত্বে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান রমা রানী মুজুমদার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হালদার খোকন, অপরাজিত নেত্রী খাদিজা আক্তার শিউলী, ফাহমিদা মুন্নি, বিউটি রানী, মনোয়ারা বেগম, রূপান্তর জেলা সমন্বয়কারি উজ্জল কুমার পাইক, মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম প্রমূখ।
বক্তারা রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নারীদের এগিয়ে আসার আহ্বাবান জানানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রজনীতিতে অংশ গ্রহনের ক্ষেত্রে সুযোগ দেয়ার জোর দাবী জনান।