মঠবাড়িয়া সমাচার ২ ডিসেম্বর ২০২১ , ৬:১১:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ এর ৫০তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়ীয়া উপজেলা যুবলীগ এর আয়োজনে বুধবার সন্ধ্যায় পৌরশহরের ব্যাংক পাড়া আ’লীগ কার্যালয় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ,লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি নাসিরুদ্দিন মাতুব্বর, সহ-সভাপতি আবুল কালাম মোল্লা, বাবু শরীফ, সগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রামিম আহমেদ, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন,আলবি আলামিন মুক্তিযুদ্ধ সম্পাদক এজাজ উদ্দিন চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ আবু ইউসুফ রায়হান, আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন হাওলাদার সহ যুবলীগ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিভিন্ন নেতৃবৃন্দ।