মঠবাড়িয়া সমাচার ১ ফেব্রুয়ারি ২০২২ , ১:৫১:২৭ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর জেলাসংবাদাদতাঃ ফরিদপুরের নগরকান্দায় জন্মনিবন্ধনের ফি আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারীর বিরুদ্ধে এ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) গনমাধ্যম কে এ অভিযোগ করেন, ভুক্তভোগীরা।
জানা গেছে , জন্ম থেকে ৪৫ দিন বয়সের শিশুর জন্মনিবন্ধন বিনামূল্যে এবং এর পর থেকে বয়স্কদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৫০ টাকা নির্ধারন করেছে সরকার। কিন্তু ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারী জন্মনিবন্ধন ফির নামে জনপ্রতি আদায় করছেন ৪৫০ টাকা করে।
ডাঙ্গী ইউনিয়নের চৌসারা গ্রামের হামিদুল্লা মাতুব্বরের ছেলে আদেল মাতুব্বর বলেন মঙ্গলবার, ( ১ফেব্রুয়ারি) গনমাধ্যম কে বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের (১৯) জন্মনিবন্ধন করাতে ডাঙ্গী ইউনিয়নের সচিবের কাছে গিয়েছিলাম। তিনি নিবন্ধন ফি হিসেবে আমার থেকে ৪৫০ টাকা নিয়েছে। আমি ছাড়াও, অনেকের কাছ থেকেই অতিরিক্ত অর্থ আদায় করছেন সচিব।
অভিযোগের সত্যতা স্বীকার করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারী বলেন, আমিতো কমই নিচ্ছি, অধিকাংশ ইউনিয়নে আমার থেকেও অনেক বেশি টাকা নিচ্ছে।
এ ব্যাপারে, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালামগনমাধ্যম কে বলেন, সরকারের নির্ধারিত ফির থেকে বেশি আদায় করতে আমি নিষেধ করেছি।