মঠবাড়িয়া সমাচার ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৪০:০৩ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ফাইনাল ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে নামবে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের এবারের আসরে শিরোপা উঠবে কার হাতে- এ নিয়ে জপ্লনা কল্পনার শেষ নেই। কেউ বলছে তৃতয়বারের মতো ট্রফি জিতবে কুমিল্লা। আবার কারও মতে ঢের এগিয়ে রয়েছে সাকিব আল হাসানরা।
চলতি আসরে আসলেই এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল। এবারের আসরে এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচে মাঠে নেমেছে এই দুদল। গ্রুপপর্বে দুটি এবং কোয়ালিফায়ারপর্বে একটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়। এই তিনটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছেন সাকিবরা।
গ্রুপপর্বে নিজেদের মধ্যকার প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ১৫৮ রান তুলে কুমিল্লা। সেদিন মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। গ্রুপপর্বে দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে সাকিবদের কাছে পাত্তাই পায়নি ইমরুল কায়েস বাহিনী। হেরেছে ৩২ রানে। এদিকে প্রথম কোয়ালিফায়ারে লো-স্কোরিং ম্যাচে ১০ রানে জয় পেয়েছে বরিশালই।
তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) বরিশালের কাছে শিরোপা এখনও অধরা রয়ে গেছে। ভিন্ন ভিন্ন নামে এবার সহ মোট তিনবার ফাইনালে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। আগের দুইবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি বরিশাল।