ভান্ডারিয়া থানার এস আই নাঈম জানান, ২১ফেব্রুয়ারি রাতে ভান্ডারিয়া গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী আনন্দ স্কুলের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ সোহাগ আকন (৪২) কে গ্রেফতার করে। সোহাগ ভান্ডারিয়া গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোহেল আকনে ভাই এবং মৃত শামসুল হক আকনের পুত্র।
আপদিকে ভান্ডারিয়া থানাপুলিশ ২০ গ্রাম গাজা সহ জাহিদুল ইসলামকে পৌর শহরের নিজ ভান্ডারিয়া এবং স্ত্রীর করা মামলায় সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে নদমূলা থেকে গ্রেফতার করে।
জাহিদুল ইসলাম নিজভান্ডারিয়া গ্রামের হেমায়েত হাওলাদারের পুত্র এবং রফিকুল ইসলাম নদমূলা গ্রামের নুরুল ইসলামের পুত্র।