মঠবাড়িয়া সমাচার ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১২:১৯:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : ছাগল চুরির অপবাদ দিয়ে ঝালকাঠির নলছিটিতে রাজিব হোসেন রাজু (২৮) নামে এক যুবককে নির্দয়ভাবে পেটানোর অভিযোগ উঠেছে। শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মারাত্মক জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও সেখানে ভর্তি না রেখে নিজ বাড়িতে নিয়ে যায় ছাগল মালিক উপজেলার সূর্য্যপাশা গ্রামের ইউনুস তালুকদার।
আহত রাজু উপজেলার তেওলা গ্রামের মো. মোকছেদ মীরার ছেলে। নির্যাতনের ঘটনা জানাজানির পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।