মঠবাড়িয়া সমাচার ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ
সারাদেশের মতো বরগুনার আমতলীতে চলছে গণটিকা কার্যক্রম। শনিবার সকাল দশটায় আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল ঘটখালী ইউনিয়ন পরিষদের গণটিকা কেন্দ্রসহ চাওড়া ইউনিয়নের গণটিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আমতলী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আক্তারুজ্জামান বাদল খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বাংলার সাধারন মানুষকে বিনামুল্যে টিকা প্রদান করছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ।