মঠবাড়িয়া সমাচার ১ মার্চ ২০২২ , ৪:২০:৪১ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর জেলাসংবাদাতাঃ প্রানঢালা ভালবাসা, সম্মান শ্রদ্ধা ভরে যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে ফরিদপুর জেলা পুলিশ।
এ দিবস উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর ফরিদপুর পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর পিবিআই’র পুলিশ সুপার মাহফুজুর রহমান, নৌ পুলিশ সুপার মো. জসিমউদদীন।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূইয়া, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।