মঠবাড়িয়া সমাচার ৮ মার্চ ২০২২ , ২:৪০:৪১ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ উপলক্ষে শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এবং ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার,তথ্য আপা ইভা আক্তার, মহিলা সংগঠক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, মহিলা সংগঠক শাহানা ফরিদ প্রমুখ।
পরে একই স্থানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর ,কিশোরী ক্লাবের সদস্যদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।