মঠবাড়িয়া সমাচার ১৪ মার্চ ২০২২ , ১২:১১:০৯ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর প্রতিনিধিঃ হামদর্দ ল্যাবরেটরিজ( ওয়াকফ্) বাংলাদেশ চলছে হাকিম ইউসুফ হারুন ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের একচ্ছত্র লুটপাট।
ওয়াকফ সম্পত্তি হওয়ার পরও ইউসুফ হারুন ভূঁইয়া নিজের কব্জায় রেখেছেন সংস্থাটির প্রায় হাজার কোটি টাকার সম্পদ। তিনি নিজে, ছেলে- মেয়ে, ও আত্নীয় স্বজন মিলে হামর্দদকে লুটপাট ও দূর্ণীতির আখড়ায় ওরিণত করেছেন।
হামদর্দের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইত্যাদি তছরুপ করে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল পরিমান সম্পত্তি ও টাকার গড়ে গড়ে তোলার অভিযোগ রয়েছে। নিজ জেলাঃ লক্ষীপুরের জয়পুর ইউনিয়নে আলিশান প্রাসাদ সহ ২০ একরের মত জমি কিনে সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে।
এই সব বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।