মঠবাড়িয়া সমাচার ১৬ মার্চ ২০২২ , ১১:৫২:১০ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সুধীজনদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি এ্যাড.এম মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি শাহীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক, মোঃ মনিরুজ্জামান সেলিম,ওসি মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু , শাওন তালুকদার ,কবির হোসেন বয়াতী, মাসুদ করীম ইমন, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, সাংবাদিক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক আকন, ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজ প্রমুখ।
প্রধান অথিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সব দ্ধিধাদ্ধন্ধ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে সবাই মিলে কাজ করুন। উন্নয়ন প্রকল্পগুলো সবাই এক হয়ে দেন। নিজেদের মধ্যে বিভেদ থাকলে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্মিত হবে না।