মঠবাড়িয়া সমাচার ১৬ মার্চ ২০২২ , ৩:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে ভাতাভোগী ১১ জন বীর মুক্তিযোদ্ধার সরকারি ভাতা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের ভাতা অন্যান্য মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে আসলেও কোনো ঘোষণা ছাড়া ওই ১১ জনের ভাতা বন্ধ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
তারা ভাতা পুনরায় চালু করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা হলেন- মরহুম জালাল উদ্দিন মিয়া, ইউসুফ আলী শেখ, আবুল কাশেম, মরহুম আ. করিম, আ. আজিজ, বদির উদ্দিন শেখ, আ. সাত্তার মিয়া, আ. হাকিম, নিকবার আলি, সুবাস চন্দ্র বিশ্বাস ও আনছার আলী।
মানববন্ধনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা চালু করা না হলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. সামাদ মোল্লা জানান, গোয়ালন্দ উপজেলায় ১১ জন মুক্তিযোদ্ধার মাসিক ভাতা বন্ধ হয়েছে বলে শুনেছি। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সেটা জানি না। আগেও একবার তাদের ভাতা বন্ধ হয়েছিলো কিন্তু পুনরায় চালু হয়েছিল।